Class Eight 3rd Week Science Assignment Answer Given Here.
উত্তর সমূহ
ক) উত্তর :আমার দেখা পরিচিতি বিভিন্ন ধরনের অমেরুদন্ডী ও মেরুদন্ডী প্রাণীর মধ্যে চারটি প্রাণী হল পাখি , আরশোলা , কেঁচো এবং কৃমি ।
পাখি : পাখি কর্ডাটা পর্বের প্রাণী । শ্রেণি- পক্ষীকুল সাধারণ বৈশিষ্ট্য
১। দেহ পালক দ্বারা আবৃত২। দুটি ডানা , দুটি পা ও একটি ঠোঁট আছে ।৩। ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে ।৪। উষ্ণ রক্তের প্রাণী৫। হাড় শক্ত হালকা ও ফাঁপা ।
আরশোলা : আরশোলা আর্থোপোডা পর্বের প্রাণী । সাধারণ বৈশিষ্ট্য
১। দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান ।২। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত ৩। মাথায় এক জোড়া পুঞ্জাক্ষি ও এন্টেনা থাকে ।৪। দেহের রক্তপূর্ণ গহবর হিমোসিল নামে পরিচিত ।
কেঁচো : কেঁচো অ্যানিলিডা পর্বের প্রাণী । সাধারণ বৈশিষ্ট্য :
১। দেহ নলাকার ও খন্ডিত ২। নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে
৩। প্রতিটি খণ্ডে সিটা থাকে । এর সাহায্যে চলাচল করে ।
কৃমি :কৃমি হলো নেমাটোডা পর্বের প্রাণী । সাধারণ বৈশিষ্ট্য
১। দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত।২। পৌষ্টিকনালি সম্পূর্ণ মুখ ও পায়ুছিদ্র উপস্থিত।৩। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত ।৪। সাধারণত একলিঙ্গ বিশিষ্ট ।৫। দেহ গহবর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই ।
খ) এর উত্তর
প্রাণীর নাম পর্ব শ্রেণী সাধারণ বৈশিষ্ট্য
কাক কর্ডাটা পক্ষীকুল উষ্ণ রক্তের প্রাণী, দেহে পালক দ্বারা আবৃত। দুইটি পা, দুইটি পাখা, একটি ঠোঁট আছে।
শিয়াল কর্ডাটা স্তন্যপায়ী দেহ লোম দ্বারা আবৃত, স্তন্যপায়ী, উষ্ণ রক্তের প্রাণী, দুধ পান করে।
কুকুর কর্ডাটা স্তন্যপায়ী দেহ লোম দ্বারা আবৃত, স্তন্যপায়ী, উষ্ণ রক্তের প্রাণী, দুধ পান করে।
কুনোব্যাঙ কর্ডাটা উভচর দেহত্বক আঁশবিহীন, নরম ত্বক, পাতলা ও ভেজা, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী
হাঙ্গর কর্ডাটা কনড্রিকথিস এরা সমুদ্রে বাস করে, কঙ্কাল তরুণাস্থিময়, দেহে আঁইস দ্বারা আবৃত, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়
কেঁচো অ্যানিলিডা অ্যানিমেলিয়া দেহে নলাকা ও খন্ডায়িত, রেচন অঙ্গ বিদ্যামান, সিটার সাহায্যে চলাচল করে।
গ) এর উত্তরঃ
প্রাণীর নাম পর্ব বৈশিষ্ট্য পর্ব শ্রেণির বৈশিষ্ট্য শ্রেনী ইতিবাচক দিক নেতিবাচক দিক
কাক প্রথমিক অবস্থায় ভ্রণ, নটোকর্ড নরম, নমনীয় দন্ডাকার, গলবিল, ফুলকা ছিদ্র থাকে কর্ডাটা দেহে পালক দ্বারা আবৃত। দুইটি পা, দুইটি পাখা আছে। পক্ষীকুল পরিবেশের পরিচ্ছন্ন কর্মী নেতিবাচক দিক নেই
শিয়াল প্রথমিক অবস্থায় ভ্রণ, নটোকর্ড নরম, নমনীয় দন্ডাকার, গলবিল, ফুলকা ছিদ্র থাকে কর্ডাটা দেহ লোম দ্বারা আবৃত, স্তন্যপায়ী, উষ্ণ রক্তের প্রাণী, দুধ পান করে। স্তন্যপায়ী ইতিবাচক দিক নেই বিভিন্ন রোগ জীবাণু বহন করে থাকে
কুকুর প্রথমিক অবস্থায় ভ্রণ, নটোকর্ড নরম, নমনীয় দন্ডাকার, গলবিল, ফুলকা ছিদ্র থাকে কর্ডাটা দেহ লোম দ্বারা আবৃত, স্তন্যপায়ী, উষ্ণ রক্তের প্রাণী, দুধ পান করে। স্তন্যপায়ী প্রভভুক্ত অবিশ্বাসী জলাতঙ্গ রোগ বহন করে
কুনোব্যাঙ প্রথমিক অবস্থায় ভ্রণ, নটোকর্ড নরম, নমনীয় দন্ডাকার, গলবিল, ফুলকা ছিদ্র থাকে কর্ডাটা দেহত্বক আঁশবিহীন, নরম ত্বক, পাতলা ও ভেজা, শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। উভচর পরিবেশর জন্য উপকারী নেতিবাচক দিক নেই
হাঙ্গর প্রথমিক অবস্থায় ভ্রণ, নটোকর্ড নরম, নমনীয় দন্ডাকার, গলবিল, ফুলকা ছিদ্র থাকে কর্ডাটা সমুদ্রে বাস করে, কঙ্কাল তরুণাস্থিময়, দেহে আঁইস দ্বারা আবৃত, ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কনড্রিকথিস সমুদ্রিক প্রোটিনের উৎস নেতিবাচক দিক নেই