Download Windows 11 ISO file [32, 64 bit] Complete Setup Guide

0
Download Windows 11 ISO file
Photo: Microsoft

Download Windows 11 ISO file [32, 64 bit] Complete Setup Guide is available now. Windows 11 download links are given here. Computers have registered their presence everywhere in modern life. Now it seems impossible to do any work without a computer. Before the invention of the PC and Laptop, a lot of work had to be done personally. We are going to give you complete information about Download in the article given below. You can download Windows 11 ISO file to your PC or Laptop through this information.

Download Windows 11 ISO file

With the invention of laptops and computers, some software was also created so that the system could work well. In any PC or laptop, Windows is needed only as much as the breath of the body. It is not possible to do any work on a laptop or PC without Windows. After the invention of Windows, Microsoft company released many updates related to it one after the other. In today’s time, windows 11 iso download made by Microsoft is being made available in 32 bit and 64 bit.

You don’t have to wait any longer to download Windows 11 ISO 32/64 Bit. We are going to provide you its download links soon. We will provide you every news related to Windows 11 ISO through our Article. You can use it soon through the links given by us. After Windows 7, 8, 10, now a lot of searches are being done on the internet for windows 11 iso download 32 bit.

Upgrade Windows 7 to Windows 11
Upgrade Windows 10 to Windows 11

Windows 11 ISO Download 32 Bit

Now you can make your system better by downloading windows 11 iso 32 bit on your laptop or PC. We have provided you complete information about this through this article. Information about Windows 11 was leaked through social media on 17 June 2021. Since then, users using Windows 7 to 10 are trying to download it.

Download Windows 11

If you are also searching for free download windows 11 iso 32 bit then let us tell you that you will be able to download it only after the official announcement. Information regarding the release date of Microsoft Windows 11 ISO Download File 32 and 64 bit will be updated soon. The release date in India is being discussed right now. Microsoft had called a press meeting on June 24 at 11 am regarding the release date of Windows 11, but information about Microsoft Windows 11 ISO was leaked on social media shortly before the meeting.

Windows 11 ISO Download 64 Bit

The computer world was revolutionized with the release of Windows 10 on 25 July 2015. Everyone had become crazy about Windows 10. June 24, 2021, was fixed by Microsoft to launch Win 11 Lite version after Windows 10. Windows 10 users can download this new Windows 11 iso 64 bit free. For this, they only have to update their Windows 10 with the new features of Windows 11.

Users using Windows 10 will not need to pay any additional fees for Windows 11 to any website. Windows 10 users will now be able to upgrade to Windows 11 for free. No information has been released yet about what it will cost for those using Windows 7 and Windows 8. For the Update guide from 10 to 11, you should read our other article by clicking on the links given in the article.

Download Link 1

Download Link 2

Download Link 3

Download Link 4

Windows 11 ISO Complete Setup Guide

To update Windows 11 iso Microsoft, you will be given complete information about its setup soon. On updating Windows 10 to Windows 11 released by Microsoft company, your PC and computer will automatically update OS Android apps, new design, start menu, performance improvement, multitasking, and many other features. According to the information we have received, Windows 11 Upgrade 2021 links can be released in the next week.

Click Here to check Step by Step Guide

Let us tell you that the company has to bear a lot of expenses in making and upgrading any software. Microsoft has also spent a lot of money in making Windows 11 iso files. To cover this cost, you may have to pay some charges for updating 32 bit and 64 bit Windows 11 on your PC or laptop. According to Windows 11 iso file leaked news, users using Microsoft company Win 7, 8, 10 will be able to download Windows 11 32 and 64-bit full versions to their PC or laptop.

Microsoft Windows 11 ISO Leak File News

You may have to wait until November to update the Microsoft Windows 11 ISO File on your PC to its final version. You may be notified in the last weeks of 2021 for a free upgrade to Windows 11. According to some old news, users believed that the Microsoft company is planning to upgrade its Windows 10 itself. But for a better user interface, Microsoft continues to work on releasing Windows 11.

You will soon be able to download Windows 11 ISO 32/64 bit. You are going to appreciate this software made by Microsoft after using Windows 11 because this new version is said to be much better. You can read other articles given on our home page for more information about this.

You can get the latest news for Windows 11 ISO 32/64 Bit on your mobile. For this, you have to allow the notification of our website. You can write your questions and suggestions to us in the comment box given below.

যদি আপনারা উইন্ডোজ ১১ ডাউনলোড করতে চাইছেন বা উইন্ডোজ ১১ আপডেট নিয়ে সম্পূর্ণটা জেনেনিতে চাইছেন, তাহলে এই আর্টিকেল আপনার কাজে আসবে।

উইন্ডোজ ১১ ডাউনলোড 

How to update to windows 11 in Bangla

কিছু দিন আগেই Microsoft দ্বারা নিজের নতুন Windows OS update এর বিষয়ে officially announce করা হয়েছে।

বলা হচ্ছে যে অন্যান্য প্রত্যেক Windows OS গুলোর তুলনায় Windows 11 Install করা computer গুলোতে একটি আলাদা রকমের experience অনুভব করা যেতে পারে।

তাই, যদি আপনিও প্রচুর অপেক্ষার পর উইন্ডোজ এর এই নতুন ভার্সন নিজের কম্পিউটারে ইনস্টল করে ব্যবহার করতে চাইছেন,

তাহলে আপনি সঠিক জায়গাতে এসেছেন।

কেননা, এই আর্টিকেলের মাধ্যমে আপনারা লেটেস্ট উইন্ডোজ ১১ ভার্সন এর features, requirements এবং download করার প্রক্রিয়া সবটা জেনেনিতে পারবেন।

এমনিতে কিছুদিন আগে পর্যন্ত বলা হচ্ছিলো যে উইন্ডোজ ১০ এর পর Microsoft দ্বারা নতুন কোনো OS ভার্সন launch করা হবেনা।

তবে, কিছু দারুন এবং উন্নত looks, user-interface, features, options ইত্যাদির সাথে হটাৎ Windows 11 launch করে দেওয়া হলো।

বিভিন্ন Windows news এর মধ্যে বলা হয়েছে যে উইন্ডোজ ১১ এর মধ্যে উইন্ডোজ ১০ এর প্রত্যেকটি ফীচার (features) গুলো থাকার সাথে সাথে আপনারা প্রচুর নতুন নতুন features গুলো এখানে পাবেন।

এছাড়া, Microsoft দ্বারা বলা মতে আপনারা আমাদের উইন্ডোজ ১১ OS এর সাথে সরাসরি android apps run করতে পারবো।

মাইক্রোসফট উইন্ডোজ কি ? 

চলুন, এবার আমরা উইন্ডোজ ১১ এর বিশিষ্ট গুলো এক এক করে জেনেনেই।

উইন্ডোজ ১১ এর বিশিষ্ট । Windows 11 features in Bangla

এমনিতে এখন পর্যন্ত Windows 7, Windows 8 বা Windows 10 এর সাথে আপনার যেই অনুভব ছিল সেটা সম্পূর্ণ ভাবে বদলে যাবে।

কারণ, এখন আপনারা নতুন নতুন অনেক features গুলো দেখতে পাবেন যেগুলো আগে কখনো অনুভব করেননি।

মানে বলতে গেলে, একটি আধুনিক এবং উন্নত অপারেটিং সিস্টেম (OS) এর মধ্যে যেগুলো features এবং options থাকা দরকার সেগুলো সবটাই আপনারা পাবেন।

যেমন ধরুন, আগের উইন্ডোজ অপারেটিং সিস্টেম ভার্সন গুলোতে android apps চালানোর জন্য একটি Emulator ব্যবহার করতে হতো।

কিন্তু, উইন্ডোজ ১১ তে এন্ড্রয়েড এপস চলানোর জন্য আলাদা করে কোনো Emulator software ব্যবহার করার প্রয়োজন হবেনা।

১. User interface: উইন্ডোজ এর দ্বারা OS এর interface সম্পূর্ণ ভাবে বদলে দেওয়া হয়েছে। এখন থেকে menu bar টি আপনারা মধ্যেখানে দেখতে পাবেন। এছাড়া rounded corners, pastel shades এবং centered Taskbar এখানে দেওয়া হয়েছে।

হে, অনেকেই বলা হিসেবে উইন্ডোজ ১১ এর interface কিছুটা MAC OS এর মতোই আপনারা দেখতে পাবেন।

২. Integrated Android apps: এবার আপনারা নিজের উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর মধ্যে সরাসরি android apps install করতে পারবেন এবং সরাসরি apps গুলোকে ব্যবহার করতে পারবেন।

এক্ষেত্রে, নতুন Microsoft Store / Amazon App store দেওয়া থাকবে যেখান থেকে apps গুলো কম্পিউটারে download এবং install করা যাবে।

৩. Widgets: Taskbar থেকে সরাসরি widgets এক্সেস করতে পারবেন। এছাড়া, widgets গুলোকে নিজের হিসেবে personalize অবশই করতে পারবেন।

৪. Xbox tech for better gaming: দি আপনি নিজের windows computer এর মধ্যে gaming করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে।

Windows 11 এর মধ্যে Xbox consoles এর কিছু features যোগ করা হয়েছে যেমন, Auto HDR এবং Direct Storage যেগুলোর মাধ্যমে Windows PC তে gaming performance অধিক ভালো করা যাবে।

৫. Better virtual desktop support: MacOS এর মতোই আপনারা নিজের Windows 11 desktop এর মধ্যে virtual desktops setup করতে পারবেন।

Personal, work, school বা gaming যেকোনো ক্ষেত্রে আপনারা virtual desktop ব্যবহার করতে পারবেন

উইন্ডোজ ১১ এর বৈশিষ্ট গুলো আমরা সরাসরি জেনেনেয়ার পর এবার চলুন কিভাবে উইন্ডোজ ১১ ডাউনলোড করবেন সেটা জেনেনেই।

উইন্ডোজ ১১ ডাউনলোড কিভাবে করব ?

বর্তমান সময়ে উইন্ডোজ ১১ একটি public beta হিসেবে উপলব্ধ করা হয়েছে।

তবে, বলা মতে প্রত্যেকটি উপযুক্ত কম্পিউটার পিসি (PC) গুলোতে ২০২১ এর শেষে roll out করা হবে।

তবে হতে পারে আপনার কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেট আসতে আসতে ২০২২ হয়ে যেতে পারে।

আপনি উইন্ডোজ ১১ সরাসরি কোনো website থেকে download করতে পারবেননা।

যদি আপনি আপনার computer এর মধ্যে আগের থেকেই Windows ১০ ব্যবহার করছেন এবং যদি আপনার এখনের Windows 10 PC টি Windows 11 এর জন্য উপযুক্ত, তাহলে একটি free Windows upgrade / update এর মাধ্যমে আপনার পিসিতে (PC) Windows 11 download এবং install করা হবে।

এক্ষেত্রে, সবচে প্রথমেই আপনাকে Windows 11 system requirements গুলোর তালিকা দেখে ও জেনে নেওয়াটা দরকার।

Windows 11 System Requirements:

নিজের PC তে Windows 11 install করার ক্ষেত্রে অনেক সাধারণ (basic) এবং সামান্য requirements এর প্রয়োজন।

যদি আপনার device বা computer system এর মধ্যে নিচে বলা এই minimum system requirements গুলো নেই, তাহলে হয়তো আপনি উইন্ডোজ ১১ ইনস্টল করতে পারবেননা।

যদি আপনি নিজের উইন্ডোজ ১০ কম্পিউটারে উইন্ডোজ ১১ আপডেট পেতে চাইছেন, তাহলে আপনার computer System এর মধ্যে এই Requirements গুলো থাকাটা জরুরি।

  1. Processor: 1 gigahertz (GHz) বা তার থেকে অধিক দ্রুত প্রসেসর হতে হবে যেখানে কমেও 2 cores থাকতে হবে। এর সাথে processor হতে হবে compatible 64-bit processor বা System on a Chip (SoC).
  2. RAM: আপনার কম্পিউটার সিস্টেম এর RAM কমেও 4 GB থাকতে হবে।
  3. Storage: আপনার কম্পিউটার এর মধ্যে কমেও 64GB storage space থাকতে হবে যাতে OS টি download এবং install করা যেতে পারে।
  4. System firmware: আপনার device এর System firmware অবশই UEFI, Secure Boot capable থাকতে হবে।
  5. TPM: Trusted Platform Module (TPM) থাকতে হবে version 2.0.
  6. Graphics card: DirectX 12 compatible graphics / WDDM 2.x থাকতে হবে।
  7. Display: কমেও 9″ এর সাথে HD Resolution (720p) display থাকতে হবে।
  8. আপনারা চাইলে Microsoft এর official website থেকে system requirement দেখে নিতে পারবেন – Check system requirements.

যদি ওপরে বলা প্রত্যেকটি জিনিস আপনার কম্পিউটারে আছে তাহলে অবশই আপনার কম্পিউটারে Windows 11 download করা যাবে।

উইন্ডোজ ১১ কিভাবে ডাউনলোড করতে হবে ?

যা আমি আগেই বললাম, উইন্ডোজ ১১ আমাদের কম্পিউটারে একটি feature update হিসেবে চলে আসবে।

আর সেটাও কেবল তখন, যদি আমরা আমাদের কম্পিউটারে আগের থেকেই উইন্ডোজ ১০ ব্যবহার করছি এবং ওপরে বলা system requirements গুলো আমাদের কম্পিউটারে রয়েছে।

তাই, যখন সম্পূর্ণ ভাবে উইন্ডোজ ১১ উপলব্ধ হয়ে যাবে তখন আপনি Windows Update page এর মধ্যে নতুন Windows 11 Update এর বিষয়ে দেখে নিতে পারবেন।

যেভাবে আমরা আমাদের উইন্ডোজ ১০ এর latest version এর update গ্রহণ করে থাকি ঠিক সেভাবেই।

আপনাকে যেতে হবে, Settings > Update & Security > Windows Update.

এবং শেষে, Check for Updates এর মধ্যে click করতে হবে।

যদি আপনার computer system এর জন্য windows 11 update available থাকে তাহলে “Feature update to Windows 11” নামের update দেখতে পাবেন।

শেষে “Download and install” এর মধ্যে click করে নতুন উইন্ডোজ ১১ কম্পিউটারে ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন।

নতুন উইন্ডোজ ১১ কম্পিউটারে ইনস্টল করার এটাই সব থেকে সহজ এবং একমাত্র উপায়।

এক্ষেত্রে আপনাকে boot করার প্রয়োজন হবেনা, update install নিজে নিজে হতে থাকবে এবং সম্পূর্ণ settings নিজে নিজেই হয়ে যাবে।

মনে রাখবেন যদি আপনি ল্যাপটপে উইন্ডোজ ১১ ইনস্টল করছেন তাহলে ল্যাপটপ আগের থেকেই ভালো করে চার্জ দিয়ে রাখুন।

এছাড়া, আপনাকে ফাস্ট এবং স্থায়ী ইন্টারনেট কানেকশন এর সাথে কম্পিউটার কানেক্ট করতে হবে যাতে সবটা সঠিক ভাবে ডাউনলোড হয়ে যায়।

উইন্ডোজ ১১ নিয়ে কিছু জরুরি প্রশ্ন ও উত্তর গুলো – (FAQ)

চলুন এবার এক এক করে কিছু জরুরি প্রশ্ন এবং উত্তর গুলো জেনেনি যেগুলো আপনার মনে অবশই থাকতে পারে।

Q ১. Windows 11 এবং Windows 10 এর মধ্যে কি পার্থক্য রয়েছে ?

উইন্ডোজ ১১ তে আপনারা উইন্ডোজ ১০ এর প্রত্যেকটি power এবং security options গুলো অবশই পাবো, তবে সেটাও একটি নতুন ডিজাইন এবং ফ্রেশ লুক এর সাথে। উইন্ডোজ ১১ এর মধ্যে আমরা নতুন নতুন tools, features, sounds এবং apps পেয়ে থাকি।

Q ২. আমি কখন উইন্ডোজ ১১ তে আপডেট করতে পারবো ?

যদি আপনার Windows 10 PC টি most current Windows 10 version এর সাথে কাজ করছে এবং ওপরে বলা minimum hardware specifications গুলো আপনার system এর মধ্যে রয়েছে, তাহলে আপনি উইন্ডোজ ১১ তে আপডেট করতে পারবেন।

তবে, official update rollout এখনো শেষ হয়নি, তাই 2022 এর শুরুর দিকে উইন্ডোজ ১১ আপডেট পেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Q ৩. Windows 11 কি ফ্রি (free)?

হে, উইন্ডোজ ১১ আপনারা ফ্রীতে নিজের device গুলোতে download এবং install করতে পারবেন।

তবে, কেবল সেই Windows 10 PCs গুলোর ক্ষেত্রে ফ্রি থাকছে যেগুলোতে Windows 10 এর most current version ব্যবহার করা হচ্ছে এবং minimum hardware specifications গুলো রয়েছে।

windows 11 iso file download free full version
windows 11 iso file download microsoft
windows 11 download
windows 11 download 64 bit
windows 11 iso file free download
windows 11 release date
windows 11 pro iso file download
windows 11 update

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top