HSC Sociology Assignment Answer 2021
DSHE has published HSC 2021 Sociology assignment questions for students. Students should be solved the HSC Sociology Assignment of the HSC 2021 exam. we will help to solve all the Sociology Assignment questions for HSC students.
HSC 2021 Sociology 1st Paper Question.
HSC Sociology Assignment Answer 2021 5th Week
Sociology is a Group subject for HSC candidates. HSC Sociology assignment and answer will be given below.
সমাজ কাঠামো
সমাজ কাঠামো সাধারণভাবে পুনরাবৃত্ত যেকোন সামাজিক আচরণ, অথবা আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, সমাজের বিভিন্ন অংশের মধ্যে সুশৃঙ্খল আন্তঃসম্পর্ক। বিভিন্ন ধরনের ধর্মীয়, অর্থনৈতিক, রাজনৈতিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং একটি সমাজের সদস্যদের মূল্যবোধ, নৈতিকতা ও সামাজিক ভূমিকার সমন্বয়ে একটি সমাজ কাঠামো সংগঠিত। যেকোন সমাজে সমাজ কাঠামোর বিশ্লেষণ ঐতিহাসিকভাবে নানাবিধ শর্তযুক্ত এবং অনুরূপভাবে বিন্যস্ত বাংলাদেশের সমাজ কাঠামোও সেই আঙ্গিকে বিশ্লেষণের দাবি রাখে।
বিপুল সংখ্যক ছোট ও বড় নদীর সমন্বয়ে বাংলা মূলত একটি পাললিক ভূখন্ড। আদিপর্বে প্রতিষ্ঠিত একটি সুস্থির কৃষিভিত্তিক অর্থনীতি বাংলার অধিবাসীদেরকে নিজের জীবনধারা সংগঠনে ও বিকাশে সহায়তা করে। অষ্টম শতকের শেষ পর্যায়ে বাংলার জনগণ একটি সমস্বত্ববান জাতিসত্তা গড়ে তুলতে সক্ষম হয়েছিল, যাদের ছিল একটি স্বতন্ত্র ভাষা, সংস্কৃতি ও চরিত্র। অবশ্য জাতিতাত্ত্বিকভাবে বাংলায় লক্ষ্য করা যায় তিনটি প্রধান জাতির সমন্বয়ে মিশ্র জাতির বসবাস। এদের মধ্যে রয়েছে প্রকৃত অনার্য, দ্রাবিড় এবং আর্য।
সামাজিক স্তরবিন্যাস
সামাজিক স্তরবিন্যাস বাংলাদেশে সামাজিক স্তরবিন্যাসের মূল প্রোথিত রয়েছে অতীতের ধর্মব্যবস্থা ও আর্থকাঠামোর ভিত্তিভূমিতে। ধর্মের গতি-প্রকৃতি এদেশের জীবনধারা ও উন্নয়নের বিভিন্ন পরিপ্রেক্ষিতকে প্রভাবিত করলেও অর্থনীতি ও রাজনৈতিক উপাদানগুলির প্রাসঙ্গিকতাও এক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ নয়। অনেক ক্ষেত্রেই পেশা, বৃত্তি বা উৎপাদন ব্যবস্থাই সামাজিক স্তরবিন্যাসকে ধর্মরূপের মধ্যে স্থায়িত্ব প্রদান করেছে।
বাংলার হিন্দুসমাজ বর্ণভেদ প্রথার ভিত্তিতে গড়ে ওঠেছিল, যদিও চারটি সুপরিচিত শ্রেণি বিভাজন, যথা- ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র সুসংহত ও নিয়মিত ধারায় আবির্ভূত হয় নি। ভারতের অন্যান্য অঞ্চলের মতো এখানে দুটি মধ্যবর্তী বর্ণ- ক্ষত্রিয় ও বৈশ্য তেমন দৃশ্যমান ছিল না। বাংলার ব্রাহ্মণ এবং অব্রাহ্মণদের মধ্যে দুটি প্রধান বর্ণভেদ প্রথা প্রচলিত ছিল। বিভিন্ন উপবর্ণের মধ্যে অনিয়ন্ত্রিত মেলামেশার মাধ্যমে অব্রাহ্মণ শ্রেণির মতো মিশ্রশ্রেণির আবির্ভাব ঘটে। ব্রাহ্মণরা সমাজের উচ্চস্থান অধিকার করে ছিল। ব্রাহ্মণদের মধ্যে যেমন ভৌগোলিক বিভাজন ছিল (রাঢ় এবং বরেন্দ্র ব্রাহ্মণ), তেমনি কৈবর্ত ব্রাহ্মণ নামে আরও একটি স্তর ছিল। জনশ্রুতি রয়েছে যে, স্থানীয় ব্রাহ্মণরা বেদ সম্পর্কে তেমন বিশারদ ছিল না এবং সেই শূন্যতা উত্তর ভারত থেকে আগত কৈবর্ত ব্রাহ্মণ নামে অভিহিত ব্রাহ্মণরা পূরণ করেছিল। অব্রাহ্মণ উপ-শ্রেণিকে সাধারণত পৌরোহিত্য সংক্রান্ত তিনটি শ্রেণিতে ভাগ করা হয়: উচ্চ মিশ্র, মধ্যম মিশ্র এবং নিম্নশ্রেণির মিশ্র। প্রথম শ্রেণিতে করণ বা কায়স্থ (লেখক), অম্বষ্ঠ বা বৈদ্য (ঐতিহ্যবাহী চিকিৎসক), এছাড়া তাঁতি, উগ্র (যোদ্ধা) এবং অন্যান্যদের মধ্যে কুড়িটি উপবর্ণ অন্তর্ভুক্ত ছিল। দ্বিতীয় শ্রেণিতে স্বর্ণকার, ধীবর (জেলে) প্রমুখ বারোটি উপবর্ণ অন্তর্ভুক্ত ছিল। এবং সর্বশেষ শ্রেণিতে চন্ডাল (মৃতদেহ সৎকারকারী ব্যক্তি), চামার (মুচি) ও অন্যান্যদের মধ্যে নয়টি উপবর্ণের লোকজন অন্তর্ভুক্ত ছিল। শেষোক্ত শ্রেণিটি ছিল অস্পৃশ্য শ্রেণি।
সামাজিক স্তরবিন্যাসের প্রকারভেদ
আধুনিক পশ্চিমা সমাজে তিনটি শ্রেণির মাধ্যমে সামাজিক স্তরবিন্যাসকে সঙ্গায়িত করা হয়। এই তিনটি শ্রেণি হলো:
- উচ্চবিত্ত
- মধ্যবিত্ত
- নিম্নবিত্ত
HSC Sociology Assignment Answer 2021 5th Week
hsc assignment 2021 5th week pdf download
hsc assignment 2021 5th week question pdf
hsc assignment 2021 5th week arts
hsc assignment 2021 5th week answer
hsc assignment 2021 5th week Islam
hsc assignment 2021 5th week question
hsc assignment 2021 5th week
hsc assignment 2021 5th week question pdf download