HSC Social Work Assignment Answer 2021
DSHE has published HSC 2021 Social Work assignment questions for students. Students should be solved the HSC Social Work Assignment of the HSC 2021 exam. we will help to solve all the Social Work Assignment questions for HSC students.
HSC 2021 Social Work 1st Paper Question.
HSC Social Work Assignment Answer 2021 5th Week
Social Work is a Group subject for HSC candidates. HSC Social Work assignment and answer will be given below.
সমাজকর্ম কী?
উত্তর : সমাজকর্ম হলো বৈজ্ঞানিক পদ্ধতিনির্ভর সাহায্যকারী পেশা।
অষ্টাদশ শতকের শেষার্ধে সূচিত শিল্পবিপ্লব মানবসমাজের সার্বিক দিক দিয়ে বৈপ্লবিক পরিবর্তন আনে।শিল্প বিপ্লবের প্রভাবে সমাজে ইতিবাচক ও নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়।
শিল্প বিপ্লব মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট সমস্যা মোকাবেলা করতে গিয়ে বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে পেশাদার সমাজকর্মের বিকাশ ঘটে।আধুনিক শিল্প সমাজের ক্রমবর্ধমান বিকাশের জটিলতার ফল হচ্ছে সমাজকর্ম।
সমাজকর্ম সামাজিক বিজ্ঞান অনুষদের গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে বিবেচিত।এর পাশাপাশি আন্তজার্তিকব্যাপী ও এই বিষয়ের রয়েছে বিশেষ গ্রহণযোগ্যতা।সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হলেও বিষয়ভিত্তিক হিসেবে এটি যথেষ্ট বিজ্ঞানসম্মত এবং বৈচিত্র্যময়।
বাংলাদেশে সমাজকর্মের আবিভার্ব ঘটে পঞ্চাশের দশকের শুরুতে হলেও বৈশ্বিকভাবে ১৮৯৮ সালে প্রথমে যুক্তরাষ্ট্রে এবং বিশ শতকের গোড়ার দিকে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে পঠিত হয় সমাজকর্ম বা আধুনিক সমাজকল্যাণ।
১৯৫৪ সালে জাতিসংঘের পৃষ্টপোষকতায় তৎকালীন সরকারের উদ্যোগে ৯ মাসমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয় এবং সে সময়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে মাস্টার্স কোর্স চালু করার প্রস্তাব রাখা হয়। এরপর ঢাকায় দেশের প্রথম সমাজকর্মের উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ‘কলেজ অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠিত হয়, যা ১৯৭৩ সালে রূপান্তরিত করা হয় ‘সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট’ নামে। বর্তমানে দেশের প্রথম সারির অনেকগুলো বিশ্ববিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়ানো হয় সমাজকর্ম।
বাংলাদেশে সমাজকর্মের প্রচলন ও প্রসার এর অনেকগুলো বছর পেরিয়ে গেলেও এটি এখনো প্রাতিষ্ঠানিক ও পেশাদার স্বীকৃতি লাভ করতে পারেনি।১৯৭৭ সাল পর্যন্ত সরকারের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসারের পদটি সমাজকর্ম স্নাতকদের জন্য সংরক্ষিত ছিলো।কিন্তু পরবর্তীতে সরকার তা সকলের জন্য উন্মুক্ত করে দেয়।মূলত বাংলাদেশে সমাজকর্মের পেশাদার স্বীকৃতি লাভের প্রক্রিয়াটি তখনই রুদ্ধ হয়ে যায়।উন্নত বিশ্বের দেশগুলো যেমনঃ-যুক্তরাষ্ট, যুক্তরাজ্য,কানাডা,অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ফিনল্যান্ডসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে সমাজকর্ম ডাক্তার,ইন্জিনিয়ার,শিক্ষক এর ন্যায় পেশা হিসেবে স্বীকৃত। এমনকি আমাদের পাশের দেশ ভারতেও সমাজকর্মের রয়েছে বিশেষ কদর।
বিশ্বায়নের যুগে একটি সমাজে সৃষ্ট বিভিন্ন সমস্যা রয়েছে যেমনঃ-নারী সমস্যা, আত্নহত্যা,শিশুকিশোর অপরাধ,মানবাধিকারজনিত সমস্যা,ক্ষুধা ও দারিদ্র্যতা, সামাজিকরণ ও নিরাপত্তাজনিত সমস্যা ইত্যাদি। সামাজিক এই সমস্যা সমাধান ও কার্যকরে পেশাদার সমাজকর্মীর বিকল্প নেই। একজন পেশাদার সমাজকর্মী তার বৈজ্ঞানিক গবেষণা নির্ভর চিন্তা ও সামাজিক প্রায়োগিক দক্ষতার সম্মিলনে একটি সমাজ বা সম্প্রদায়ে সৃষ্ট সমস্যা মোকাবেলায় কাজ করে।কিন্ত আমাদের দেশে এর ঠিক বিপরীত ব্যবস্থা চলমান রয়েছে।
HSC Social Work Assignment Answer 2021 5th Week
hsc assignment 2021 5th week pdf download
hsc assignment 2021 5th week question pdf
hsc assignment 2021 5th week arts
hsc assignment 2021 5th week answer
hsc assignment 2021 5th week Islam
hsc assignment 2021 5th week question
hsc assignment 2021 5th week
hsc assignment 2021 5th week question pdf download