7th week Class 9 Chemistry Assignment Answer

0

7th week Class 9 Chemistry Assignment Answer

Class 9 Chemistry assignment answer 2021. 7th Week Class 9 assignment answer 2021 is available on our website. Our website publishes class 9 assignment answers every week. In this post, we will specifically give only class 9 Chemistry assignment answers. This post is for those who are looking for class nine Chemistry assignment answer 2021.

Class 9 Chemistry Assignment Answer 7th week

7th week’s Chemistry assignment answer is available on our website. Similarly, the next-week assignment solution will be published on our website. 7th week class nine Chemistry assignment answer 2021 has given here.

খাদ্য লবন ও বালির মিশ্রণ হতে এর উপাদানসমূহ পৃথক করা যায় এ পরীক্ষণের দুইটি পদ্ধতি ব্যবহার করা হয়েছে যথাক্রমে পরিস্রাবণ ও বাষ্পীভবন।

শিরােনামঃ বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযােগী করা সম্ভব।

তত্ত্বঃ বালু মিশ্রিত লবণে পানি যােগ করা হলে লবণ পানিতে দ্রবীভূত হয়ে যায়, কিন্তু বালু দ্রবীভূত হয় না। পরিস্রাবণ ও বাষ্পীকরণ এর সাহায্যে লবণ ও বালুকে পৃথক করা যায়।

পরীক্ষণটি করার জন্য প্রয়ােজনীয় যন্ত্রপাতিঃ বিকার ২ টি, ফানেল ১টি, ফিল্টার পেপার, কাচদণ্ড ১টি, ত্রিপদীস্ট্যান্ড, তারজালি, স্পিরিট ল্যাম্প, টেস্টটিউব ১টি, বেসিন।

রাসায়নিক দ্রব্যঃ লবণ ও সিলভার নাইট্রেট (AgNO2) দ্রবণ।

কার্যপদ্ধতিঃ

(১) একটি কাচের বিকারে বালু মিশ্রিত লবণ নিয়ে তাতে অল্প পানি যােগ করে কাচদন্ড দিয়ে নাড়ি। ফলে লবণ পানিতে দ্রবীভূত হয়ে যাবে। কিন্তু বালু পানিতে দ্রবীভূত হবে না।

(২) একটি ফিল্টার পেপার পানিতে সামান্য ভিজিয়ে নিয়ে ফানেলের মধ্যে যথাযথভাবে স্থাপন করি।

(৩) ফানেলটিকে ২য় বিকারে স্থাপন করি।

(৪) ১ম বিকার থেকে বালু মিশ্রিত লবণের দ্রবণ অল্প অল্প করে ফানেলের মধ্যে ঢালি। ফলে ফিল্টার পেপার দিয়ে পরিস্রাবণের মাধ্যমে লবণ মিশ্রিত পানি ফোটায় ফোটায় ২য় বিকারে পড়তে থাকবে।

(৫) সম্পূর্ণ দ্রবণ পরিস্রবণ হয়ে গেলে ফানেলটিকে ২য় বিকার থেকে সরিয়ে নিই এবং ফিল্টার পেপার থেকে সামান্য পাতিত পানি দ্বারা বালু ধৌত করে আলাদা করে নিই।

(৬) ফিল্টার পেপারের বালুতে লবণ আছে কিনা তা জানার জন্য নিচের ধাপগুলাে অনুসরণ করি।

লবণমুক্ত বালু নিশ্চিতকরণঃ

পরীক্ষা

পর্যবেক্ষন

সিদ্ধান্ত

করনীয়

(১) বালু মিশ্রিত পানি একটি টেস্টটিউবে Agcl এর সাথে অধঃক্ষেপ নিয়ে অল্প AgNO3 দ্রবণ যােগ করি।

এর সাদা অধঃক্ষেপ পড়লাে।

বালুতে লবন আছে।

৪-৫ নং ধাপ অনুসরন করবাে।

(২) বালু মিশ্রিত পানি একটি টেস্টটিউবে Agcl এর ) সাথে অধঃক্ষেপ নিয়ে অল্প। | AgNO, দ্রবণ যােগ করি।

এর সাদা অধঃক্ষেপ পড়লাে।

বালুতে অল্প  লবন আছে।

 

(৩) বালু মিশ্রিত পানি = = একটি টেস্টটিউবে Agcl এর সাথে অধঃক্ষেপ নিয়ে। অল্প AgNO, দ্রবণ যােগ করি।।

এর সাদা অধঃক্ষেপ পড়লাে না ।

বালুতে লবন নেই।

৪-৫ নং ধাপ
অনুসরন করবাে।

(৭) ত্রিপদী স্ট্যান্ডের উপর তারজালি রাখি এবং লবণ মিশ্রিত সম্পূর্ণ পানি বিকারে নিয়ে বিকারটিকে তারজালির ওপর স্থাপন করি ও স্পিরিট ল্যাম্প এর সাহায্যে বিকারটিতে তাপ দিতে থাকি। ফলে পানি বাষ্পীভূত হয়ে উড়ে যাবে কিন্তু লবণ বিকারে থেকে যাবে। এ অবস্থায় বিকারটিতে অল্প পরিমাণ পানি থাকতেই তাপ দেওয়া বন্ধ করি।
(৮) লক্ষ্য করি বিকারের তলায় কঠিন পরিস্কার লবণ জমা হয়েছে কিনা।

সাবধানতাঃ

(১) পরিস্রাবণ করার সময় মিশ্রণকে ভালােভাবে থিতিয়ে নিয়ে উপরের পরিষ্কার দ্রবণকে প্রথমে ফিল্টার পেপারে ঢালতে হবে, যেন বেশি বালু ফিল্টার পেপারে জমা না হয়। এতে পরিস্রাবণ দ্রুত ও সহজতর হয়।
(২) মিশ্রণকে কাচ দন্ড দ্বারা ভালােভাবে নেড়ে সকল বালু ও দ্রবণ ফিল্টার পেপার এর উপর ঢালতে হবে।
(৩) পরিশেষে বাষ্পীকরণ এর সময় শেষ পর্যায়ে কিছু পানি থাকতে তা প্রয়ােগ বন্ধ করতে হবে যাতে কাচের বাটি ফেটে না যায়।

সিদ্ধান্তঃ বালু মিশ্রিত খাবার লবণকে খাবার উপযােগী করা সম্ভব।

Disclaimer: Dear, For your kind, we want to disclaim that all information have been presented here in this content are collected from the internet through official notice and news sources. As no one is up above to mistakes, so there may be some willing mistakes beyond our sight. Please pardon us for these unintesional mitakes and let us know about it through our
email: khansworkstation@gmail.com

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top