Class 9 Physics Assignment Answer 2021

0
Physics Assignment

Class 9 Physics Assignment Answer 2021, 6th Week Physics Solution has been published on My website www.khansworkstation.tech today. Assalamu Alaikum, I am starting this post by wishing all the students of class 9 well. Today we will answer the assignment question of that class i.e. 9 class physics subject. Let’s start with the work already scheduled for the 6th week.

পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু :

১.১ পদার্থবিজ্ঞান

১.২ পদার্থ বিজ্ঞানের পরিসর

১.৩ পদার্থ বিজ্ঞানের ক্রমবিকাশ

১.৩.১ আদিপর্ব (গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার অবদান)

১.৩.২ বিজ্ঞানের উত্থান পর্ব

১.৩.৩ আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা

১.৩.৪ সাম্প্রতিক পদার্থবিজ্ঞান

১.৪ পদার্থ বিজ্ঞানের উদ্দেশ্য

১.৪.১ প্রকৃতির রহস্য উদঘাটন

১.৪.২ প্রকৃতির নিয়ম গুলো জানা

১.৪.৩ প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ

১.৫ ভৌত রাশি এবং তার পরিমাপ

১.৫.১ পরিমাপের একক

১.৫.২ উপসর্গ বা গুণিতক

১.৫.৩ মাত্রা

১.৫.৪ বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত

১.৬ পরিমাপের যন্ত্রপাতি

১.৬.১ স্কেল

১.৬.২ ব্যালান্স (ভর মাপার যন্ত্র)

১.৬.৩ থামা ঘড়ি

১.৭ পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা

Class 9 Assignment 6th Week

অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ :

তোমার পদার্থ বিজ্ঞান বইয়ের ২৩ নং পৃষ্ঠার চিত্র অনুসারে একটি স্লাইড ক্যালিপার্স আর্ট পেপারের সাহায্যে তৈরি করে এর সাহায্যে একটি মার্বেলের আয়তন (কাজের ধারাবর্ণনাসহ) নির্ণয় করো।

যদি তোমার পরিমাপে ১০% আপেক্ষিক ত্রুটি থাকে তাহলে মার্বেলের আয়তন নির্ণয়ে শতাংশের হিসাবে ত্রুটি কিরুপ হবে গাণিতিক ব্যাখ্যা দাও।

নির্দেশনা:

নবম শ্রেণীর পদার্থ বিজ্ঞান বইয়ের ২৩ নং পৃষ্ঠার কাজের ধারা অনুসরণ করবেন। সম্ভব হলে ইউটিউব এর সাহায্য নিবে।

নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান

কাজের ধারা :

স্লাইড ক্যালিপার্সটি নিয়ে এর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের মান এবং ভার্নিয়ার স্কেলের মোট সংখ্যা কত তা লক্ষ্য করি। এরপর যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক (VC) বের করি।

এখন মার্বেলটির ব্যাস বরাবর স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালের মধ্যে স্থাপন করে চোয়াল দুটিকে বস্তুর দুই প্রান্তের সাথে স্পর্শ করি। এই অবস্থায় ভার্নিয়ারের শূন্য দাগ প্রধান স্কেলের যে দাগ অতিক্রম করে, সেই দাগের পাঠই হল প্রধান স্কেল পাঠ M নির্ণয় করি।

এই অবস্থায় ভার্নিয়ারের কত সংখ্যক দাগ প্রধান স্কেল এর যেকোনো একটি দাগের সাথে মিলে যায় তা নির্ণয় করা হলো। এটি ভার্নিয়ার সমপাতন V।

প্রয়োজনীয় হিসাবের সাহায্যে মার্বেলের ব্যাসার্ধ, আয়তন নির্ণয় করি।

হিসাব :

মার্বেলের ব্যাস পরিমাপের ক্ষেত্রে,

মূল স্কেলের পাঠ, M =1.7 inch

ভার্নিয়ার সমপাতন, V = 8

ভার্নিয়ার ধ্রুবক, VC = মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য ÷ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা

= 0.1 inch ÷ 10

= 0.01 inch

মার্বেলটির ব্যাস, L = M+V×VC

= 1.7+8×0.01

=1.78 inch

আবার,

1 inch =2.54 cm

1.78 inch =(2.54×1.78) cm = 4.52 cm

সুতরাং, মার্বেলটির ব্যাস = 4.52 cm

তাহলে মার্বেলটির ব্যাসার্ধ = 4.52÷2 cm

= 2.26 cm

মার্বেলটির আয়তন = 4/3π R^3

= 4/3 × 3.1416 × (2.26)^3

= 48.35 cm^3

মার্বেলটির পরিমাপ করা আয়তন = 48.35 cm^3

যেহেতু মার্বেলটির আপেক্ষিক ত্রুটি 10% কাজেই মার্বেলটির ব্যাসার্ধ পরিমাপ করা হলে সবচেয়ে কম 2.034 cm এবং সবচেয়ে বেশি 2.48 cm হতে পারে।

নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান

কাজেই আয়তন,

সবচেয়ে কম = 4/3π R^3

= 4/3 × 3.1416 × (2.034)^3

= 35.24 cm^3

এবং সবচেয়ে বেশি = 4/3π R^3

= 4/3 × 3.1416 × (2.48)^3

= 63.89 cm^3 হতে পারে।

কাজেই চূড়ান্ত ত্রুটি

|48.35 – 35.24| = 13.11 cm^3

অথবা, |63.89 – 48.35| = 15.54 cm^3

যেহেতু দুটি সমান নয় আমরা বড়টি নিই। অর্থাৎ চূড়ান্ত ত্রুটি 15.54 cm^3

কাজেই আয়তন পরিমাপের আপেক্ষিক ত্রুটি শতাংশ = (15.54/48.35×100)%

= 32.14%

এই ছিল তোমাদের নবম শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
Post a Comment (0)

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top